মানুষ চাই আমি।। নীলকণ্ঠ জয়
স্মৃতিকে হত্যা করতে চাই আমি
সুন্দর ভাবে বেঁচে থাকার সহজ উপায় জানা নেই আমার
আবেগের হাতে বন্দি হতে রাজি নই কখনোই
আবেগ ভীষণ পোড়ায় আমায়।
পরশ্রীকাতর মানুষগুলোকে হত্যা করার ইচ্ছে হয় মাঝেমাঝে
মাঝেমাঝে মনে হয় ডুব দিই সময়ের ঘোলাজলে
তুলে আনি পঙ্কিল দিনগুলো, ছুড়ে ফেলি শূণ্যে!
এমন একটি সমাজ চাই আমি,
যে সমাজ সম্ভোগের নষ্টামি ছেড়ে এগিয়ে গেছে অনেক পথ
এমন একটি পথ চাই আমি
যে পথ কংক্রিটের চাদর খুলে সোঁদামাটির গন্ধ বিলোয়
এমন একটি রাষ্ট্র চাই আমি
যে রাষ্ট্রে কথায় কথায় রক্তের হোলিখেলা চলে না কখনোই
এমন একটি উৎসব চাই আমি
যে উৎসবে আদিম সংগীতের সুরে কণ্ঠ মিলিয়ে
রাষ্ট্রে রাষ্ট্রে মিলেমিশে এক হয়ে যায় মানুষ!
হ্যাঁ, মানুষ চাই আমি…
নির্মল বাতাসে বেড়ে ওঠা সফেদ মনের মানুষ!












