Bunohash Banner

যাওয়া।। নীরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত লোকটা,
কখনও আকাশ দেখেনি ।
এখন
খাটিয়ার উপরে
চিতপটাং হয়ে সে শুয়ে, আর
আশ মিটিয়ে আকাশ দেখছে ।
জীবনে কখনও ফুলের স্বপ্ন দেখেনি লোকটা,
অষ্টপ্রহর শুধু
ভাতের গন্ধে হন্যে হয়ে ঘুরত ।

এখন তার
তেলচিটে বালিশের দু’দিকে দুটো
রজনীগন্ধার বান্ডিল ওরা সাজিয়ে দিল ।
এতকাল সে অন্যের বোঝা হয়ে বেড়াত ।
আর আজ
তারই নীচে কোমরে – গামছা চার বেহারা ।
আকাশ দেখতে – দেখতে,
ফুলের গন্ধ শুঁকতে – শুঁকতে
লোকটা এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে ।

ফোটো সৌজন্য:=চন্দন নাথ